মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে আরও ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হলো। এতে মোট প্রাণহানি ৪০ লাখ ১৭ হাজারের ওপর। তবে ২৪ ঘণ্টায় সংক্রমণমুক্ত হয়েছেন ৩ লাখ ৬০ হাজার মানুষ।
দৈনিক মৃত্যু-সংক্রমণের শীর্ষে ব্রাজিল। বুধবারও ১৬শ’ মানুষের মৃত্যু হয় লাতিন আমেরিকার দেশটিতে। শনাক্ত ৫৪ হাজারের ওপর।
অন্যদিকে ইন্দোনেশিয়ায় হঠাৎ-ই বেড়েছে প্রকোপ। একদিনে দেশটিতে এক হাজার ৪০ জনের মৃত্যু হয়েছে। নতুনভাবে ৩৪ হাজারের বেশি মানুষের দেহে মিললো- ভাইরাসটি।
বুধবারও ভারতে প্রাণ গেছে ৮১৪ জনের, শনাক্ত ৪৫ হাজার। রাশিয়ায় ৭২৫ জনের মৃত্যু লিপিবদ্ধ হয়েছে এদিন। কিছুদিনের বিরতির পর, আবারও দুই শতাধিক প্রাণহানি দেখলো যুক্তরাষ্ট্র।
কলম্বিয়া ও আর্জেন্টিনায় সাড়ে চার থেকে সাড়ে পাঁচশোর মতো মানুষ মারা গেলেন ২৪ ঘণ্টায়। এছাড়া বিশ্বে সাড়ে ১৮ কোটির বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।