ইংল্যান্ডের ‘তৃতীয় সারির’ দলের কাছে নাস্তানাবুদ পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তান
ছবি : এএফপি

ইংল্যান্ড শিবিরে করোনা হানা দেওয়ায় মূল দলের প্রায় সব খেলোয়াড়ই এখন আইসোলেশনে রয়েছেন। তাই সম্পূর্ণ নতুন এক একাদশ নিয়ে পাকিস্তানের বিপক্ষে খেলেছে ইংল্যান্ড।

এদিন জ্যাক ক্রলি, ফিল সল্ট, লুইস গ্রেগরি, জন সিম্পসন ও ব্রাডন কার্স—এই পাঁচ খেলোয়াড়কে ওয়ানডে অভিষেক করায় ইংল্যান্ড। এককথায়, তৃতীয় সারির দল নিয়ে মাঠে নামে ইংল্যান্ড। আর সেই দলের কাছেই গো হারা হেরেছে পাকিস্তান। নাস্তানাবুদ হয়েছে তারা।

universel cardiac hospital

পাকিস্তানকে মাত্র ১৪১ রানে গুঁড়িয়ে দেওয়ার পর মাত্র ২১.৫ ওভারেই ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যান ইংলিশরা।

এ কি! পাক জার্সিতে নেমেছিল ইংল্যান্ডের কোনো পাড়া-মহল্লার ছেলেরা? না, খেলেছেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমরা। মূলত পাক বংশোদ্ভূত ইংলিশ খেলোয়াড় শাকিব মাহমুদের আগুনঝরা বলেই ধ্বংস হয়ে গেছে বাবর আজমের দল।

১০ ওভারে ৪২ রান দিলেও ৪ উইকেটে শিকার করেছেন এ পেসার। তুলে নিয়েছেন ওপেনার ইমাম-উল-হক, অধিনায়ক বাবর আজম, সউদ শাকিল ও ফাহিম আশরাফের উইকেট।

বৃহস্পতিবার কার্ডিফে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডের মুখোমুখি হয় পাকিস্তান। টসে জিতে প্রথমে ফিল্ডিং নেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।

শুরুতে ব্যাট করতে নেমেই শাকিবঝড়ে ১৭ রানে ৩ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। শাকিবের প্রথম বলেই শূন্যরানে আউট হন ইমাম-উল হক। মোহাম্মদ রিজওয়ান আউট হন ১৩ রান করে। ডাক মারেন অধিনায়ক বাবর আজমও।

ইংলিশ বোলারদের দাপটে পাকিস্তানের ইনিংস ৩৫.২ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায়। ফখর জামান ও শাদাব খান বলার মতো স্কোর করেছেন। পারকিনসনের বলে আউট হওয়ার আগে ৪৭ রান করেন ফখর। আর ৩০ রান করতে সক্ষম হন শাদাব। তাকে থামিয়ে দেন ওভারটন।

এত মামুলি টার্গেটে নেমে টি-টোয়েন্টির মেজাজে ব্যাট চালানো শুরু করেন ডেভিড মালান। ওপেনার ফিল সল্টকে ৭ রানে ফেরাতে পারলেও কাজ হয়নি কিছুই। পাক বোলারদের তুলোধোনা করে ২১.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড।

ডেভিড মালান ৬৯ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন। জ্যাক ক্রাউলি ৫০ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন।

শেয়ার করুন