বাংলা একাডেমির ডিজি মুহম্মদ নূরুল হুদা

কবি মুহম্মদ নূরুল হুদা
ফাইল ছবি

‘বাংলা একাডেমি আইন, ২০১৩’ অনুযায়ী, প্রথিতযশা কবি, ঔপন্যাসিক ও সাহিত্যিক মুহম্মদ নূরুল হুদাকে বাংলা একাডেমির নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার ।

সোমবার (১২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

universel cardiac hospital

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে তিন বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে এই পদটি শূন্য হয়। গত ২৫ মে হাবীবুল্লাহ সিরাজী মারা যান।

উল্লেখ্য, বাংলা কবিতায় উল্লেখযোগ্য অবদানের জন্য নুরুল হুদাকে ১৯৮৮ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ২০১৫ সালে একুশে পদক দেওয়া হয়।

শেয়ার করুন