বিধিনিষেধ শিথিলেও বন্ধ থাকবে বিনোদন কেন্দ্র ও সামাজিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

ঈদুল আজহাকে সামনে রেখে ৮ দিনের জন্য বিধিনিষেধ শিথিল করা হলেও আগের মতোই বন্ধ থাকবে সব বিনোদন কেন্দ্র ও সামাজিক আচার-অনুষ্ঠান। আজ বুধবার এক তথ্যবিবরণীতে এই কথা জানিয়েছে সরকার।

তথ্য বিবরণীতে বলা হয়, বিধিনিষেধ শিথিল ঘোষণা করা হলেও সকল পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র বন্ধ রাখতে হবে। জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক (বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি), রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিহার করতে হবে।

universel cardiac hospital

এর আগে গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ছয়টা পর্যন্ত শিথিল থাকবে। তবে ঈদের পর ২৩ জুলাই সকাল ছয়টা থেকে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবারও কঠোর বিধিনিষেধ থাকবে।

চলতি বিধিনিষেধে শিল্পকারখানা খোলা থাকলেও আসন্ন লকডাউনে বন্ধ থাকবে সব শিল্পকারখানা।

করোনার সংক্রমণ রোধে গত এপ্রিল মাস থেকে ধাপে ধাপে বিধিনিষেধ আরোপ করে আসছে সরকার। এর মধ্যে কিছু বিধিনিষেধ ঢিলেঢালা হলেও এবারের লকডাউন ছিল অনেকটা কঠোর। ঈদের পরের বিধিনিষেধ আরও কঠোর হবে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন