টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আগুন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউ ওয়ার্ডে আগুন লাগার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ওয়ার্ডটি আপাতত বন্ধ রাখা হয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে আগুন লাগে। পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় রোগীদের কোনো ক্ষতি হয়নি।

universel cardiac hospital

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, হাইফ্লো ন্যাজাল ক্যানুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।

জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো: সাহাবুদ্দিন খান বলেন, রোগীদের সরিয়ে দ্রুত অন্য ওয়ার্ড স্থানান্তর করে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আইসিইউ বন্ধ রয়েছে। আমরা যত দ্রুত সম্ভব আইসিইউ ওয়ার্ড প্রস্তুত করা হবে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গণি বলেন, আগুনের ঘটনায় কোন ক্ষতি হয়নি। আইসিউ ওয়ার্ড দশজন রোগী ছিলো। আমরা তাদের দ্রুত সরাতে সক্ষম হয়েছি।

আইসিইউ ওয়ার্ডে অগ্নিকাণ্ডের পর জেলা প্রশাসন থেকে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

শেয়ার করুন