চলতি বছরে হাজার ছাড়াল ডেঙ্গু রোগী, জুলাইয়ের ১৬ দিনেই পৌনে ৭শ

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু আক্রান্ত রোগী
ফাইল ছবি

রাজধানীতে বাড়ছে এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে আরও ৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৩ জন ও বেসরকারি হাসপাতালে ৫০ জন রোগী ভর্তি হন।

এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩১৮ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩১৪ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৪ জন ভর্তি রয়েছেন।

universel cardiac hospital

শুক্রবার (১৬জুলাই) স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি মাসের ১৬ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬৮৬ জন।

জুন মাসের ৩০ দিনে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল মাত্র ২৭২ জন। জুন মাসের তুলনায় চলতি জুলাই মাসের মাত্র ১৬ দিনে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা আড়াইগুণেরও বেশি।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ জুলাই পর্যন্ত রাজধানীসহ সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬৩ জনসহ সর্বমোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ৫৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ইতোমধ্যেই বাড়ি ফিরে গেছেন ৭৩৮ জন।

চলতি বছর হাসপাতালে মোট ভর্তি রোগীদের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং ১৬ জুলাই পর্যন্ত ৬৮৬ জন রোগী ভর্তি হন।

শেয়ার করুন