দেশে এলো মেট্রোরেলের আরও ১০ বগি ও দুই ইঞ্জিন

নিজস্ব প্রতিবেদক

মেট্রোরেল
ফাইল ছবি

দেশে এলো মেট্রোরেলের আরও ১০টি বগি ও দুটি ইঞ্জিন। এর আগে দুই চালানে ১২টি বগি ও যন্ত্রাংশ দেশে আসে।

মঙ্গলবার বিকালে তৃতীয় চালানে বগি ও ইঞ্জিন নিয়ে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি হরিজন-৯ মোংলা বন্দরে ভিড়েছে।

universel cardiac hospital

বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, এমভি হরিজন-৯, ২ জুলাই জাপানের কোভে বন্দর থেকে ছেড়ে আসে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, পণ্য খালাসের জন্য মোংলা বন্দরের সাত নম্বর জেটিতে অবস্থান নিয়েছে মেট্রোরেলের মালামাল বহনকারী জাহাজটি। ঈদের পর কাস্টমসের সব কার্যক্রম শেষে পণ্য খালাস শুরু হবে বলে জানিয়েছেন জাহাজটির সিঅ্যান্ডএফ এজেন্ট। পণ্য খালাস শেষে নদী পথে নেয়া হবে ঢাকার দিয়াবাড়ী এলাকায় মেট্রোরেলের জন্য নির্মিত ডিপোতে।

এর আগে গত ৩১ মার্চ এমভি এসপি এন ব্যাংকক ছয়টি এবং ৫ মে এমভি ওশান গ্রেস নামক বাণিজ্যিক জাহাজে আরও ছয়টি বগি ও অন্যান্য যন্ত্রাংশ মোংলা বন্দরে খালাস করা হয়। এভাবে ২০২২ সালের মধ্যে ২২টি জাহাজে করে আরও ১২০টি মেট্রোরেলের বগি আসবে বলেও জানান মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা।

শেয়ার করুন