চলতি মাসে ৯৮৮ ডেঙ্গু রোগী শনাক্ত, ৯৯ ভাগই ঢাকার

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু
ফাইল ছবি

বৈশ্বিক মহামারি করোনার পাশাপাশি দেশে হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগী। এ বছরের জুলাই মাসে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যাক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ বছরের আর কোনও মাসে এত রোগী পাওয়া যায়নি। শুধু জুলাইয়ের ২১ দিনেই রোগী শনাক্ত হয়েছেন ৯৮৮ জন। এদের ৯৯ শতাংশই রাজধানী ঢাকার। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন শনাক্ত হয়েছেন, তারা ঢাকার বাসিন্দা।

আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

universel cardiac hospital

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৪০৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ৩৯৮ জন, আর বাকি ৮ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুলাই পর্যন্ত এক হাজার ৩৬০ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৯৫১ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

শেয়ার করুন