করোনা: বগুড়ায় একদিনে ২৪ জনের মৃত্যু, শনাক্ত ১৪৪

বগুড়া প্রতিনিধি

ডেল্টা ভ্যারিয়েন্ট
করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। সংগৃহীত ছবি

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ছয়জন ও উপসর্গে ১৮ জনের মৃত্যু হয়েছে। জেলার দুটি হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিলেন।

শনিবার (২৪ জুলাই) ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

universel cardiac hospital

করোনায় মৃতরা হলেন- দুপচাঁচিয়ার শিশির চন্দ্র (৭০), সদরের সরদার রহমতুল্লাহ (৮৩), শেরপুরের জাহানারা (৭৩) ও চাঁন মিয়া (৪৫), গাবতলীর সামেদ আলী (৯৫) ও সদরের সেলিনা (৬৯)।

শুক্রবার (২৩ জুলাই) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ১২৬ জন, ঢাকায় পাঠানো ৪৯টি নমুনায় আটজনের ও টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৪টি নমুনায় ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে ।

নতুন আক্রান্তদের মধ্যে সদরের ১০০ জন, সোনাতলার ১৪ জন, গাবতলীর ১৩ জন, দুপচাঁচিয়ার ১০ জন, শাজাহানপুরে তিনজন এবং শিবগঞ্জ, আদমদীঘি, শেরপুর ও কাহালুতে একজন করে ব্যক্তি রয়েছেন।

শনিবার সকালে সর্বশেষ পাওয়া ফল অনুযায়ী, বগুড়ায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত ১৭ হাজার ৮৫২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৪২২ জন। আর করোনায় মৃত্যু হয়েছে জেলার ৫৩৩ জনের। বর্তমানে জেলায় চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৮৯৭ জন।

শেয়ার করুন