প্রবাসীদের পাঠানো ২৫০ পোর্টেবল আইসিইউ ভেন্টিলেটর ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

প্রবাসীদের পাঠানো ২৫০ পোর্টেবল ভেন্টিলেটর ঢাকায়

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশি প্রবাসীদের পাঠানো ২৫০টি পোর্টেবল আইসিইউ ভেন্টিলেটর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে পৌঁছেছে।

শনিবার রাত ৮টা ২৫ মিনিটে ভেন্টিলেটরগুলো পৌঁছায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবিএম আব্দুল্লাহ।

universel cardiac hospital

খ্যাতিমান এই চিকিৎসক বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে যুক্তরাষ্ট্রে প্রবাসী চিকিৎসকদের পাঠানো ২৫০টি ভেন্টিলেটর বিমানবন্দরে পৌঁছেছে। আমি রিসিভের জন্য ভেতরে ঢুকেছি। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এবিএম আব্দুল্লাহ বলেন, যুক্তরাষ্ট্রে বসবাস করা চার চিকিৎসক নেফ্রোলজিস্ট অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ সাদেক, কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. মাসুদুল হাসান, সাবেক সিনিয়র ইউএন কর্মকর্তা মাহমুদ উস শামস চৌধুরী, কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. চৌধুরী হাফিজ আহসান ও কানাডায় বসবাস করা চিকিৎসক আরিফুর রহমানের তত্ত্বাবধানে এগুলো আমার নামে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আইসিইউগুলো (ভেন্টিলেটর) স্টোরেজ করা হবে। পরবর্তী সময়ে হাসপাতালে নেয়া হবে।

দেশে আসা ভেন্টিলেটর বুঝে নিতে বিমানবন্দরে অন্যান্যের মধ্যে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

শেয়ার করুন