সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রপ্রবণতায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১টায় ডিএসই প্রধান সূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪১৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩৩২ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৯টির, দর কমেছে ১৭১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫১টির। এ সময় টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৫২৪ কোটি ৮০ লাখ ৮১ হাজার টাকা।
অপরদিকে আলোচ্য সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনে হয়েছে ২০ কোটি ৯৭ লাখ ৪১ হাজার ২৫১ টাকা।একই সময়ে সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০৬ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ১৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১টির, দর কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।