করোনা : ভারতে ২৪ ঘণ্টায় ৪৩৫০৯ জন আক্রান্ত, মৃত্যু ৬৪০

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে করোনায় মৃত্যু
ফাইল ছবি

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৫০৯ জন। এ সময়ের মধ্যে দেশটিতে মৃত্যু হয়েছে ৬৪০ জনের।
বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

করোনাভাইরাসে দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ২২ হাজার ৬৬২ জনের। আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৫ লাখ ২৮ হাজার ১১৪ জন।

universel cardiac hospital

এর আগে বুধবার দেশটিতে মৃত্যু হয়েছে ৬৪০ জনের। এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৬৫৪ জন।

মঙ্গলবার ১৩২ দিন পর ভারতে দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নিচে নেমেছিল। কিন্তু এর পর থেকে ফের সংক্রমণ বাড়তে শুরু করে।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে। মাঝে আক্রান্তের হার ও মৃত্যু কমে আসে। কিন্তু এর মধ্যে ফের মৃত্যু বেড়ে যাওয়ায় ভারতের জন্য অশনিসংকেত।

বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪২ লাখ ৩ হাজার ৬৮২ জনের, করোনাক্রান্ত হয়েছেন ১৯ কোটি ৬৭ লাখ ৯ হাজার মানুষ।

শেয়ার করুন