সূচকের উত্থানে চলছে পুঁজিবাজারে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজার
শেয়ারবাজার। নমুনা ছবি

সূচকের উত্থানে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।

ডিএসই ও সিএসইসূত্রে এ তথ্য জানা যায়।

এদিন ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেন শুরু হয় ৬ হাজার ৫৩৫ পয়েন্ট থেকে। বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত লেনদেনে ডিএসইএক্স সূচক ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৫৭৬ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪৩৭ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৩৭৭ পয়েন্টে।

এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫০টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৯৫টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ২৮টির।

অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৯৯ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ১১৩ পয়েন্টে অবস্থান করছে।

শেয়ার করুন