মাহমুদউল্লাহর অর্ধশতকে টাইগারদের সংগ্রহ ১২৭

ক্রীড়া ডেস্ক

মাহমুদউল্লাহ রিয়াদ

পঞ্চমবারের মতো ফিফটি আর অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো ফিফটি করে যখন অধিনায়ক ফিরেন তখন ইনিংসের বাকি ২ বল। ৫৩ বলে ৪ চারে ৫২ রান করে এলিসের বলে বোল্ড হন মাহমুদউল্লাহ রিয়াদ। এলিস তার পরের বলে মোস্তাফিজকে মার্শের ক্যাচ বানিয়ে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় উইকেট তুলে নেন। পরের বলে মেহেদি উড়িয়ে মারলে বাউন্ডারি লাইনে অ্যাগারের ক্যাচ হন। অভিষেক ম্যাচেই হ্যাট্রিকের স্বাদ পান নাথান এলিস।

নিয়মিত বিরতিতে উইকেট হারানোর কারণে খুব বড় সংগ্রহ করতে পারেননি স্বাগতিক বাংলাদেশ। ৫ ম্যাচের সিরিজে ২ ম্যাচ বাকি থাকতেই নিজেদের করতে ১২৭ রানের সংগ্রহ পেলো বাংলাদেশ। সিরিজ বাঁচাতে ওয়েড-মার্শদের দরকার ১২৮ রান।

universel cardiac hospital

মিরপুরে আজ বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেড় ঘন্টারও বেশি দেরী হয়। সন্ধ্যা ৭টায় টস করতে নামে দুই অধিনায়ক। সিরিজের গুরুপ্তপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ।

ব্যাটে নেমে শুরুতে ৩ রানে দুই ওপেনারকে হারায় টাইগাররা। ফর্মহীন সৌম্য তৃতীয় ম্যাচে জাম্পার বলে এলবি হয়ে ফিরেন ২ রানে। এদিন শুরুতেই হ্যাজলউডের বলে ফিরেন আরেক ওপেনার নাইম শেখও। প্রথম দুই ম্যাচে তার ব্যাট থেকে রান আসলেও এ ম্যাচে আসে মাত্র ১ রান। ৩ রানে দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ।

পরে অধিনায়কের সাথে জুটি গড়েও ফিরতে হয় সাকিবকে। ১৭ বলে ৪ চারে ২৬ রানে থামে সাকিবের ব্যাট। দুর্দান্ত শুরু করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন গত ম্যাচের নায়ক আফিফ হোসেন। অ্যালেক্স ক্যারির দুর্দান্ত থ্রো-তে ১৩ বলে ১৯ রান করেই ফিরতে হয় আফিফকে। এর পরে খুব ভালো করতে পারেননি আরেক তরুণ শামীম হোসেনও। হ্যাজলউডের বলে ক্যাচ দেওয়ার আগে করেন ৮ বলে ৩ রান।

মোয়েসেস হেনরিকসের থ্রো-তে রান আউট হন আরেক ব্যাটার নুরুল হাসানও (১১ রান)। একশো রানের আগেই হারায় টাইগারদের ৬ উইকেট। শেষের দিকে চার ওভারে দুর্দান্ত ফিফটি করে মাঝারি স্কোর গড়েন টাইগার দলপতি। শেষের দিকে হ্যাট্রিক করে অভিষেক রাঙান অজি বোলার এলিস। দুইটি করে উইকেট নেন হ্যাজলউড-জাম্পা।

শেয়ার করুন