বাসে আসনের অতিরিক্ত যাত্রী নিলে আইনগত ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

বাস
ফাইল ছবি

করোনার সংক্রমণ পরিস্থিতিতে ১১ আগস্ট (বুধবার) থেকে গণপরিবহন চলাচল শুরু হলেও আসনের অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না। নির্দেশের ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (০৯ আগস্ট) ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আসনের বাইরে যাত্রী বহন করা যাবে না। আইন-শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে, যেকোনো ক্ষেত্রে আইন লঙ্ঘন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

অর্ধেক বাস চলবে, এর যুক্তি কী-প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী থেকে সাজেশন দেওয়া হয়েছে। তারা জেলা পর্যায়ে ডিসি, এসপি বা পরিবহন সংক্রান্ত মালিক অ্যাসোসিয়েশনের সঙ্গে বসে ঠিক করে দেবে, অর্ধেক বাস আজকে চলবে, পরে বাকিগুলো চলবে।’

অফিস-আদালত খোলার পর বাসের সংখ্যা কম হলে তো চাপ বাড়বে- এ নিয়ে তিনি বলেন, ‘এটা প্রধানত আন্তঃজেলা বাসের জন্য বলেছে। বাইরে থেকে তো কম আসে। তবে বিষয়টি আমরা স্থানীয় প্রশাসনের ওপর ছেড়ে দিয়েছি।’

এটা তদারকি কীভাবে করা হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংশ্লিষ্ট জেলা প্রশাসক, আইন-শৃঙ্খলা বাহিনী, মালিক ও শ্রমিক ইউনিয়নের সঙ্গে বসে ঠিক করবেন। ওনারা একটা পদ্ধতি বের করবেন। বেইজিংয়ে দেখেছি একদিন এই নম্বর আসে, আরেক দিন আরেক নম্বর।’

সিটি সার্ভিসের বিষয়েও মেট্রোপলিটন পুলিশ, মালিক সমিতি, বিআরটিএ বসে যেভাবে সিদ্ধান্ত দেবে সেভাবে চলবে বলেও জানান তিনি।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না সিদ্ধান্ত হয়নি। সেটা শিক্ষা মন্ত্রণালয় জানাবে। ওনারা এটা নিয়ে আলোচনা করছেন কীভাবে এটা করা যায়। আগে তো ভ্যাকসিনেশন তারা জোরদার করছে। যাতে ছাত্রদেরও ভ্যাকসিন দিয়ে দেয়া যায়। তারপরে দেখা যাক। সেটা ওনারা আপনাদেরকে ব্রিফ করবে।’

টিকা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা আছে কি না- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘গত মিটিংয়ে এটা নিয়ে কথা হয়েছে।’

অনেক জায়গায় স্বল্পতার কারণে টিকা দিতে পারেনি- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘এটা স্বাস্থ্য মন্ত্রণালয় বা মুখ্য সচিব ব্রিফ করবেন। এ বিষয়টি নিয়ে আজ আলোচনা হয়নি।’

শেয়ার করুন