আট নারী শিল্পীকে নিয়ে বাপ্পার মিশন

বিনোদন প্রতিবেদক

বাপ্পা মজুমদার
বাপ্পা মজুমদার। ফাইল ছবি

কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে জনপ্রিয় বাপ্পা মজুমদার। করোনাকালেও গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। তার সুর ও সংগীত পরিচালনায় একটি গানের অ্যালবাম প্রকাশ করার কাজ হাতে নিয়েছেন তিনি। যেখানে প্রতিশ্রুতিশীল আটজন নারী কণ্ঠশিল্পীর গান থাকছে। তারা হলেন- কণা, এলিটা, তাসফি, টিনা, কোনাল, জয়িতা, রমা ও আলিফ। এরই মধ্যে চারটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। বাকি চারটি গানও তৈরি করার প্রক্রিয়ায় আছে। গানগুলো লিখেছেন- শাহান কবন্ধ, জুলফিকার রাসেল, ইন্দ্রনীল ও রানা। এগুলো বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেল বিএম ওয়ার্ক স্টেশনে প্রকাশ পাবে।

অ্যালবাম প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, এই আটজন শিল্পীই আমার খুব পছন্দের। ওদের গায়কী আমার ভালো লাগে। একটা ভালোলাগার জায়গা থেকেই তাদের নিয়ে গান করছি। শ্রোতারা যদি গানগুলো পছন্দ করেন, তবেই পরিশ্রম সার্থক হবে। ইচ্ছা আছে চলতি বছরেই গানগুলো প্রকাশ করার।

universel cardiac hospital

এই কাজ ছাড়াও অন্য শিল্পীদের গানের কাজ নিয়েও ব্যস্ততা যাচ্ছে তার। এছাড়া বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার একটি সংগীত বিষয়ক অনুষ্ঠান নিয়মিত উপস্থাপনা করছেন বাপ্পা মজুমদার।

শেয়ার করুন