করোনায় এক দিনে আরও ১৭৮ জনের মৃত্যু, শনাক্ত ৬৮৮৫

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু
ফাইল ছবি

সারাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যা আরও কমেছে। প্রায় ১৯ দিন পর মৃতের সংখ্যা দু’শোর ঘরের নিচে নামার পর তা আরও কমেছে। গত এক দিনে করোনায় মৃত্যু হয়েছে ১৭৮ জনের। আর শনাক্ত হয়েছে ছয় হাজার ৮৮৫ জন। দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৮৮ জনে। আর মোট শনাক্তের সংখ্যা ১৪ লাখ ১২ হাজার ২১৮ জন।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

universel cardiac hospital

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৩৩০টি নমুন পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২০.৬৬ শতাংশ। উল্লিখিত সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন সাত হাজার ৮০৫ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১২ লাখ ৮১ হাজার ৩২৭ জন।

এর আগে ১৯ দিন পর শুক্রবার দেশে করোনাভাইরাসে মৃত্যু দুশোর নিচে নামে। এদিন মারা যায় ১৯৭ জন। এর আগে গত ২৪ জুলাই দুশোর কম মৃত্যু হয়েছি। সেদিন ১৯৫ জনের মৃত্যুর তথ্য জানানো হয়। এরপর থেকে টানা ১৯ দিন দুই শতাধিক মৃত্যু হয়েছে।

শেয়ার করুন