আফগানিস্তানে তালেবানদের যুদ্ধ বন্ধ করতে এবং আগ্রাসী অবস্থান থেকে পিছু হটার আহ্বান জানিয়েছে কাতার।
শনিবার দোহায় কাতারের পররাষ্ট্রমন্ত্রী ও তালেবানদের শীর্ষ প্রতিনিধির মধ্যে বৈঠকের সময় এ আহ্বান জানানো হয়।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের বিষয়ে শান্তি আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি আজ শনিবার দোহায় তালেবানের রাজনৈতিক ব্যুরোর প্রধান মোল্লা আবদুল গনি বারাদারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
‘এতে বলা হয়, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী তালেবানদের আগ্রাসী অবস্থান থেকে পিছু হটার এবং যুদ্ধবিরতির আহ্বান জানান’।
এর আগে, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা দোহায় তালেবান প্রতিনিধি এবং আফগান সরকারের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
ওই বৈঠকের পর দেওয়া এক বিবৃতিতে আবারও বলা হয়, আফগানিস্তানে ‘জোর করে ক্ষমতায় আসা’ কোনো সরকারকে বিশ্বের অন্যান্য রাষ্ট্র স্বীকৃতি দেবে না।
মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার শেষ করার তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে তালেবানরা দেশটির উত্তর, পশ্চিম ও দক্ষিণের বেশিরভাগ অংশ দখল করে নিয়েছে। কান্দাহার, গজনি, হেরাতসহ অন্তত ১৯টি প্রদেশের রাজধানী এখন তালেবানের দখলে আছে বলে খবরে প্রকাশ পেয়েছে।
আফগান কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার আরও দুটি প্রদেশ তালেবানদের দখলে চলে গেছে এবং তারা আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছাকাছি পৌঁছে গেছে।