খুলনা বিভাগে করোনা কেড়ে নিল আরও ১৮ প্রাণ

খুলনা প্রতিনিধি

খুলনা বিভাগ
ফাইল ছবি

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৩৬৮ জন। সোমবার (১৬ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ছয়জন করে মারা গেছেন খুলনা ও কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে যশোরে দুজন, চুয়াডাঙ্গায় একজন এবং মেহেরপুরে তিনজনের মৃত্যু হয়েছে।

universel cardiac hospital

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৪ হাজার ৩১০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৮২৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭হাজার ১৬১ জন।

শেয়ার করুন