মমেকের করোনা ইউনিটে একদিনে ১৩ মৃত্যু, শনাক্ত ১৪৯

ময়মনসিংহ প্রতিনিধি

ডেল্টা ভ্যারিয়েন্ট
করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। সংগৃহীত ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত একদিনে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে চারজন করোনায় এবং নয়জন উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৪৯ জনের দেহে।

মমেক হাসপাতালের করোনা ইউনিটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ফোকাল পারসন) মহিউদ্দিন খান মুন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদের মধ্যে পাঁচজন নারী ও আটজন পুরুষ।

universel cardiac hospital

মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৩৬৩ জন চিকিৎসাধীন আছেন। ভর্তি রোগীদের নমুনা পরীক্ষা করে ২০১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২২ জন আইসিইউতে ভর্তি আছেন।

গত এক দিনে নতুন করে ভর্তি হয়েছেন ৪১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন।

জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় ৭০৮টি নমুনা পরীক্ষা করে ১৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২১ দশমিক ৪ শতাংশ।

শেয়ার করুন