বরিশাল থেকে বাস-লঞ্চ চলাচল স্বাভাবিক

বরিশাল প্রতিনিধি

লঞ্চ
ফাইল ছবি

বরিশাল থেকে বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন পরিবহন শ্রমিকরা।

বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহারিয়ার বাবু গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে বুধবার রাত ১২টা থেকে বরিশালের সকল রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে যাত্রী দুর্ভোগের কথা বিবেচনা করে মেয়র মহোদয় হামলাকারীদের শাস্তির আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

এদকি দুপুর ১টা থেকে লঞ্চ চলাচলও শুরু হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর পরিদর্শক কবির হোসেন। তিনি জানান, শ্রমিকরা লঞ্চ চলাচল শুরু করেছেন। এখন স্বাভাবিক নিয়মে লঞ্চ চলাচল করছে।

এর আগে বুধবার (১৮ আগস্ট) রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনের সামনে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে লক্ষ্য করে গুলি বর্ষণের বিচার চেয়ে প্রথমে বাস বন্ধ করে দেন শ্রমিকরা। পরে সকালে বরিশাল থেকে লঞ্চ চলাচলও বন্ধ করে দেওয়া হয়।

শেয়ার করুন