‘২১ আগস্ট রাজনীতির কালো অধ্যায়’

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট মামলা
ফাইল ছবি

২১ আগস্টকে বাংলাদেশের রাজনীতির কালো অধ্যায় বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাপ। দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব গোলাম মোস্তফা এক যৌথ বিবৃতিতে বলেছেন, রাজনীতি ভয়াবহভাবে দুর্বৃত্তায়িত হলেই ২১ আগস্টের মতো হামলার ঘটনা ঘটা সম্ভব। এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে ন্যায়বিচারের পাশাপাশি রাজনৈতিক নেতাদেরও সজাগ হওয়ার প্রয়োজন রয়েছে।

শনিবার (২১ আগস্ট) গ্রেনেড হামলা দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

তারা আরও বলেন, প্রতিহিংসার রাজনীতি কখনও কারও জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। প্রতিহিংসার রাজনীতির কারণেই রাষ্ট্র ও সমাজে আজ এক ধরনের বন্ধ্যাত্ব সৃষ্টি হয়েছে। যার দায় ৫০ বছরের শাসকগোষ্ঠী এড়াতে পারে না।

২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার আড়ালে প্রকৃত সত্য দেশবাসীর সামনে উদঘাটিত হওয়া জরুরি ছিল উল্লেখ করে ন্যাপ নেতারা বলেন, এ ঘটনা বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি কলঙ্কিত অধ্যায় হিসেবেই বিবেচিত হবে। এ কলঙ্ক মুছে ফেলা প্রায় অসম্ভব। বাংলাদেশের জনগণ কখনও এ ধরনের হিংসাত্মক রাজনীতিকে গ্রহণ করে না, করতেও চায় না। তাই এ ধরনের হিংসাত্মক রাজনীতি থেকে মুক্তি পেতে প্রয়োজন জাতীয় এজেন্ডা নির্ধারণ ও জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা।

শেয়ার করুন