আফগানিস্তানে ইহুদিদের কোনো ক্ষতি হবে না: তালেবান

আন্তর্জাতিক ডেস্ক

তালেবান
ফাইল ছবি

আফগানিস্তানে বসবাসকারী ইহুদিদের কোনো ক্ষতি করা হবে না বলে ঘোষণা দিয়েছে তালেবান। ইসরাইলের রাষ্ট্রীয় গণমাধ্যম কান টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র সোহেল শাহিন এ মন্তব্য করেন। খবর আরব নিউজের।

দোহায় ইসরাইলি টিভিকে দেয়া সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র সোহেল শাহিন আরও বলেন, শুধু ইহুদিদের কেন, হিন্দু-শিখ কোনো সংখ্যালঘু জনগোষ্ঠীকেই তাদের ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত করা হবে না।

আফগানিস্তানে থেকে যাওয়া জাবলন সিমিনটব নামে এক ইহুদির ভাগ্যে কী ঘটতে যাচ্ছে?- এ প্রশ্নের জবাবে তালেবার মুখপাত্র ইসরাইলি টিভির সাংবাদিক রোই কাইসকে এসব কথা বলেন।

তালেবান মুখপাত্র সোহেল শাহিন পরে এক টুইটবার্তায় বলেন, আমি প্রতিদিনই বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে যাচ্ছি। কেউ কেউ আমার বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করছেন বলেও অভিযোগ পাচ্ছি।

শেয়ার করুন