টাইগারদের বিশ্বকাপের দল ঘোষণা কবে?

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট দল
সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দল ঘোষণার জন্য ১০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এদিকে প্রায় দুই সপ্তাহ আগেই বিশ্বকাপের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। গত বৃহস্পতিবার স্কোয়াড দিয়েছে অস্ট্রেলিয়া। তবে আসরটির জন্য বাংলাদেশ কবে ঘোষণা করবে বিশ্বকাপের দল? কে কে থাকছেন সম্প্রতি ঘোষিত কিউই সিরিজের দল থেকে? তামিম কি খেলবেন? সব প্রশ্নের উত্তর জানা যাবে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে।

বিশ্বকাপের দল ঘোষণার জন্য শীঘ্রই আলোচনায় বসবে বিসিবি জানিয়ে টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ‘প্রাইমারি ৩২ জনের একটা দল তো আমাদের তৈরিই আছে। সেখান থেকেই নরম্যালি দল গড়া হয়। বিশ্বকাপ দল নিয়ে আমরা শীঘ্রই আলোচনায় বসব। শনিবারেই বসার কথা আছে, কিছু আলোচনা হবে টিম ম্যানেজমেন্টের সঙ্গে। এরপর তো তারা আবার বায়ো বাবলে ঢুকে যাবে।’

ঘরের মাঠে আগামী সেপ্টেম্বরের ১-১০ তারিখের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটির জন্য বিসিবি ১৯ সদস্যের দলও ঘোষণা করেছে। বিশ্বকাপের আগে কিউইদের বিপক্ষে সিরিজটির প্রথম দুই বা তিনটি ম্যাচ দেখতে পারেন টিম ম্যানেজমেন্ট। এমনটি জানিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘নিউজিল্যান্ড সিরিজের দুই-তিনটি ম্যাচ হয়তো আমরা দেখতে পারি। তবে সিরিজে যে ১৯ জন খেলবে, এর বাইরে বিবেচনার আসার মতো সেরকম কেউ নেই। ওদেরকে নতুন করে দেখার আছে কমই। বরং এখান থেকে কমাতে হবে।’

হাঁটুর চোটে পুনর্বাসনে থাকা তামিম ইকবাল সেপ্টেম্বরে মাঠে ফিরলেও থাকতে পারছেন না নিউজিল্যান্ড সিরিজে। তবে টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ না খেললেও বিশ্বকাপের মঞ্চে মানিয়ে নিতে সমস্যা হবে না বলে মনে করছেন নান্নু। তিনি বলেন, ‘আশা করছি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে মাঠে থাকবে। বিশ্বকাপের এখনও অনেক সময় আছে। আশা করছি বিশ্বকাপের আগে ফিট হয়ে যাবে।’

প্রধান নির্বাচক জানালেন, ‘তামিমের অসাধারণ অভিজ্ঞতা আছে। যখন মাঠে নামবে আন্তর্জাতিক অঙ্গনে মানিয়ে নেওয়া ওর জন্য কোনো ব্যাপার না। ইনজুরি তো যেকোনো খেলোয়াড়েরই হতে পারে। ইনজুরির পর কত দ্রুত প্রত্যাবর্তন করছে সেটা গুরুত্বপূর্ণ।’

আগামী মাসের শুরুর দিকে টাইগারদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। প্রায় দুই সপ্তাহ আগেই তারা সফরের জন্য দল ঘোষণা করেছে। দলে থাকছে না বিশ্বকাপে খেলতে যাওয়া কোনো ক্রিকেটার। তবে তাদের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে কি এবারও টার্নিং পিচে খেলবে বাংলাদেশ। নাকি এবার স্পোর্টিং পিচে খেলবে টাইগাররা? এমন প্রশ্নের উত্তর পাওয়া যাবে ম্যাচের দিনেই!

তবে কোন ধরনের পিচে খেলবে সেটা আপাতত চিন্তায় না থাকলেও, দলকে জয়ের ধারায় দেখতে চায় বিসিবি। সম্প্রতি জিম্বাবুয়ে সফরে সিরিজ জয়ের পরে ঘরের মাঠে অজিদের বিপক্ষে দাপুটে সিরিজ জয় নিয়ে বর্তমানে বেশ আত্মবিশ্বাসী মাহমুদউল্লাহ বাহিনী। তাই আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো খেলে সিরিজ নিজেদের করবে টাইগাররা আশাবাদী বিসিবি প্রধান নির্বাহী।

তিনি বলেন, ‘জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজ সফলভাবে শেষ করেছে। এবারও ধারাবাহিকতা ধরে রাখতে চাই। নিউজিল্যান্ড সফরে ভালো করার ব্যাপারে আমরা আশাবাদী। যেহেতু ঘরের মাঠে খেলা, অবশ্যই আত্মবিশ্বাসী। সেরা ক্রিকেট খেলে সিরিজ জিতব।’

শেয়ার করুন