দিনাজপুরে বজ্রপাতে চার শিশুসহ ৭ জন নিহত

দিনাজপুর প্রতিনিধি

বজ্রপাত
বজ্রপাত। ফাইল ছবি

দিনাজপুরে বজ্রপাতের পৃথক ঘটনায় চার শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। সোমবার বিকালে দিনাজপুর সদর ও চিরিবন্দর উপজেলায় দুর্ঘটনা দুটি ঘটে। বিকাল সাড়ে তিনটার দিকে দিনাজপুর শহরের ৮ নম্বর নিউটাউন রেল ঘুণ্টি এলাকায় ফুটবল খেলার মাঠে বজ্রপাতে চার শিশু মারা যায়। তারা হলো স্থানীয় সাদিকুলের ছেলে আপন (১৬), আমিনুল ইসলামের ছেলে সাজ্জাদ (১৩), মৃত সিদ্দিকের ছেলে হাসান (১২) ও রাজু মণ্ডলের ছেলে মিম (১২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হতাহতদের কেউ মাঠে ফুটবল খেলছিল, কেউ বৃষ্টিতে ভিজছিল। আবার কেউ খেলা দেখছিল।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ জানান, চারজনকে মেডিকেল নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও দুজন ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে।

এদিকে বিকাল চারটার দিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ শুকদেবপুর গুড়িয়া পাড়ায় পুকুরে মাছ ধরার সময় স্থানীয় মোকসেদের ছেলে নুর ইসলাম (২৪), সামুর ছেলে আব্দুর রাজ্জাক (২৩) ও আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২২) বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার।

ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত চার শিশুর প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহত দুই শিশুর প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা দিয়েছেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ।

শেয়ার করুন