বিশ্বে করোনায় একদিনে মৃত্যু ফের ১০ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

করোনায় মৃত্যু
করোনায় মৃত্যু। ছবি : ইন্টারনেট

প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ১০ হাজার ৯১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ছয় লাখ ৯৪ হাজার ৯৬৩ জন। আর করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ছয় লাখ ২৪ হাজার ৮২৪ জন রোগী।

বুধবার (২৫ আগস্ট) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

এর আগে গত ১৯ আগস্ট একদিনে ১০ হাজারের বেশি মৃত্যুর তথ্য জানিয়েছিল ওয়ার্ল্ডোমিটার। ওইদিন ১১ হাজার ১০৭ জনের মৃত্যু হয়।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ২১ কোটি ৩৯ লাখ ৯১ হাজার ১৭৫ জন। এর মধ্যে মারা গেছেন ৪৪ লাখ ৬৫ হাজার ২১৭ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৯ কোটি ১৪ লাখ লাখ ৩৬ হাজার ৭৯০ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা তিন কোটি ৮৯ লাখ ৬৮ হাজার ৯২৫ জন। এর মধ্যে ছয় লাখ ৪৮ হাজার ১৬১ জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন তিন কোটি ছয় লাখ ১৮ হাজার ৬৪৪ জন।

সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা তিন কোটি ২৫ লাখ ১১ হাজার ৩৭০ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৩৫ হাজার ৭৮৮ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ১৭ লাখ ৪৬ হাজার ৬২৬ জন।

সংক্রমণে তৃতীয় কিন্তু মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্তের সংখ্যা দুই কোটি ছয় লাখ ১৫ হাজার আটজন। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ৭৫ হাজার ৮২৯ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ৯৫ লাখ ৩০ হাজার ৮৪৩ জন।

সংক্রমণের তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন, ইরান, ইতালি।

সংক্রমণের তালিকায় ২৭ নম্বরে রয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৭২ হাজার ৯৬৪ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৫ হাজার ৫১৩ জন। করোনা থেকে সেরে উঠেছেন ১৩ লাখ ৮১ হাজার ৭৬৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।

শেয়ার করুন