চলতি মাসে ডেঙ্গুতে ২৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

এডিস মশা
ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি মাসে (আগস্ট) এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আর এ মাসে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ছয় হাজার ৬৪৬ জন।

আজ শুক্রবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।

universel cardiac hospital

কন্ট্রোল রুম আরও জানিয়েছে, দেশে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪০ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে চলতি মাসের ২৮ জন ছাড়া গত জুলাই মাসে মারা গেছেন ১২ জন।

কন্ট্রোল রুম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (২৬ আগস্ট সকাল ৮টা থেকে ২৭ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ১৬৯ জন আর ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৫ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ৩২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন জানিয়ে বলা হয়, তাদের মধ্যে ঢাকা বিভাগের সরকারি ও বেসরকারি ৪১ হাসপাতালে ভর্তি আছেন ৯০৫ জন আর অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১২৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরে মোট নয় হাজার ৩০৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে আট হাজার ২৩০ জন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

শেয়ার করুন