ছিলেন কলাবাগান ক্রীড়াচক্রের প্রথম বিভাগের একজন ক্রিকেটার। স্বপ্ন ছিল আরও বড় জায়গায় যাওয়ার। জাতীয় দলের হয়ে খেলার। কিন্তু সেই স্বপ্ন কেড়ে নিল বেপরোয়া বাস। স্বপ্ন পূরণ হলো না তরুণ ক্রিকেটার শহীদুল ইসলাম নীরবের।
রাজধানীর ফার্মগেটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তরুণ এই ক্রিকেটার নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা নবীন নামের আরেকজন আহত হয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে দুর্ঘটনাটি ঘটে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এয়ারপোর্ট বঙ্গবন্ধু পরিবহন নামে একটি বাস ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে তাদের বাইককে চাপা দেয়। তাদের দুজনকে আমরা উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে ডাক্তার নীরবকে মৃত ঘোষণা করেন। তার সাথে থাকা নবীনকে চিকিৎসার জন্য পরবর্তী সময়ে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, এ ঘটনায় বাস জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।
নীরব খানের মামা ডিআরইউর সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ বলেন, আমার ভাগ্নে কলাবাগান ক্রীড়াচক্রের প্রথম বিভাগের ক্রিকেট খেলোয়াড়। বেপরোয়া বাস আমার ভাগ্নের বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন কেড়ে নিলো।