যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে প্রথম ইনিংসেই। মাত্র ৭৮ রানে অলআউট হওয়ার জের দ্বিতীয় ইনিংসে টানতে হয়েছে এবং শেষ পর্যন্ত বিরাট কোহলিদের কোনো চেষ্টাই আর কাজে আসেনি। অলি রবিনসন, ক্রেইগ ওভারটনদের আগুনে বোলিংয়ের সামনে ২৭৮ রানে অলআউট হয়ে যেতে হয়েছে ভারতকে।
যার ফলে লিডসের হেডিংলি টেস্টে স্বাগতিক ইংল্যান্ডের কাছে এক ইনিংস ও ৭৬ রানের ব্যবধানে পরাজয় বরণ করতে হয়েছে বিরাট কোহলির ভারতকে। ৫ ম্যাচের টেস্ট সিরিজে তিন ম্যাচ শেষে এখন ১-১ সমতা বিরাজ করছে।
প্রথম ইনিংসে ব্যাটসম্যানরা যেমন ব্যার্থ হয়েছিল ভারতের, বোলাররাও তেমন ব্যার্থ। কারণ, ৭৮ রানে অলআউট হওয়ার পর ইংলিশ ব্যাটসম্যানদের উইকেটই নিতে পারেনি তারা। উদ্বোধনী জুটিই হয়েছে ১৩৫ রানের। ১২১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন অধিনায়ক জো রুট। যার ফলে প্রথম ইনিংসে ৪৩২ রান স্কোর বোর্ডে তুলতে সক্ষম হয় ইংল্যান্ড।
সে সঙ্গে ভারতের সামনে লিড দাঁড়িয়ে যায় ৩৫৪ রানের। এই রান তাড়া করতে নেমে রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা এবং বিরাট কোহলিরা কম চেষ্টা করেননি। তিনটি হাফ সেঞ্চুরি হলো। পুজারা আউট হয়েছেন ৯১ রানে গিয়ে। যদিও রোহিত এবং কোহলির হাফ সেঞ্চুরির ইনিংসগুলো বড় হয়নি। রোহিত শর্মা ৫৯ এবং বিরাট কোহলি ৫৫ রান করে আউট হয়ে যান।
বাকি ব্যাটসম্যানদের মধ্যে কেবল রবীন্দ্র জাদেজার ব্যাট একটু হেসেছে। তিনি করেন ৩০ রান। শেষ পর্যন্ত ৯৯.৩ ওভারে ২৭৮ রান করে অলআউট হয়ে যায় ভারত। ইনিংস ও ৭৬ রানে পরাজয় মেনে নিতে বাধ্য হয় কোহলি অ্যান্ড কোং।
ইংল্যান্ডের বোলার অলি রবিনসন ৬৫ রান দিয়ে নেন ৫ উইকেট। ক্রেইগ ওভারটন ৩ উইকেট নেন। ১টি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন এবং মইন আলি।