ঢাকায় পৌঁছেছে ফাইজারের ১০ লাখ ডোজ টিকা

নিজস্ব প্রতিবেদক

ফাইজারের ভ্যাকসিন
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের উপহারের ১০ লাখ ডোজ ফাইজারের টিকা ঢাকায় পৌঁছেছে। বুধবার বিকাল সাড়ে পাঁচটায় এই টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বিমানবন্দরে উপস্থিত থেকে টিকার চালান গ্রহণ করেন।

universel cardiac hospital

গত সোমবার এই টিকা আসার কথা ছিল। তবে পরে সময় পরিবর্তন করে বুধবার নির্ধারণ করা হয়।

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের জন্য উপহার হিসেবে পাঠানো ফাইজারের টিকার এটি দ্বিতীয় চালান। এর আগে গত ৩১ মে প্রথম এক লাখ ৬২০ ডোজ ফাইজারের টিকা দেশে আসে।

শেয়ার করুন