ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ‘ফল ২০২১’ সেশনের ভর্তির সময়সীমা বৃদ্ধি

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

শিল্প-সংস্কৃতির রাজধানী হিসেবে খ্যাত ব্রাহ্মণবাড়িয়া জেলায় উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করা বিদ্যাপীঠ ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের (ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া) ‘ফল ২০২১’ সেশনের ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত শূন্য আসনে আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি কর্তৃক প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি দিচ্ছে স্বল্প খরচে কোয়ালিটি এডুকেশন নিশ্চিতের সুযোগ।

universel cardiac hospital

গত ৩১ আগস্ট শেষ হয়েছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ফল ২০২১ সেশনের ভর্তির সময়সীমা। তবে শিক্ষার্থীদের ভর্তির আগ্রহের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের শূন্য আসনে ভর্তির সময়সীমা আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের (ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া) ‘ফল ২০২১’ সেশনে যেসব প্রোগ্রামসমূহে ভর্তি চলছে-

• EEE (Electrical and Electronic Engineering)
• CSE (Computer Science and Engineering)
• English
• Sociology
• BBA
• MBA

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির সার্কুলার।
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির সার্কুলার।

বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তি থেকে আরও জানা গেছে, কোভিড পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়টি দিচ্ছে ভর্তি ফি’র উপর ৫০% ও উন্নয়ন ফি’র উপর ৪০% ছাড়। রয়েছে ১০০% পর্যন্ত শিক্ষাবৃত্তি। মেয়ে শিক্ষার্থীদের জন্য পুরো টিউশন ফি’র ১০% মওকুফ, সহোদরদের জন্য ২৫-৩০% মওকুফ, EEE এবং CSE – তে ভর্তি ইচ্ছুক ডিপ্লোমা সম্পন্নকারীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা।

এছাড়াও SSC এবং HSC তে Golden A+ প্রাপ্তদের জন্য ১০০% ও A+ প্রাপ্তদের জন্য ৫০% টিউশন ফি মওকুফ।

স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাসে ভর্তি; সপ্তাহের প্রতিদিন (শুক্রবার ব্যতীত) সকাল ০৯.০০ থেকে সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত।

অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন: www.uob.edu.bd/applyonline

বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করুন- 01313430064, 01313430067 নম্বরে।

শেয়ার করুন