যুক্তরাষ্ট্রে বন্যায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউ জার্সি ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে হারিকেন আইডার অবিশষ্টাংশের আঘাতের পর সৃষ্ট বন্যায় ১৪ জন নিহত হয়েছে বলে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে। নিহতদের মধ্যে ৮ জন নিউইয়র্কের বাসিন্দা। মারা যাওয়াদের মধ্যে ২ জন শিশু রয়েছে। অনেকেই বন্যা কবলিত ভবনের বেজমেন্টে আটকা পড়ার পর মারা গেছেন। নিহতদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বহু মানুষ এখনো বাসার বেজমেন্টে আটকা পড়েছে। পানিতে ভেসে যাওয়া গাড়ির মধ্যে একজনের লাস পাওয়া গেছে। নিউইয়র্ক ও নিউ জার্সি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার রাতে হারিকেন আইডা যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় তিন-চারটি রাজ্যে আঘাত হানে। এদিন প্রবল বর্ষণের ফলে সৃষ্টি হয় বন্যার। এর ফলে নিউইয়র্ক শহরের সাবওয়ে লাইন বন্ধ করে দেয়া হয়েছে। সাবওয়ে স্টেশনগুলোতে পানি থৈথৈ করছে। রাস্তায় জরুরি সেবা ছাড়া অন্য গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়। অনেক ফ্লাইট ও ট্রেনের শিডিউল স্থগিত করা হয়েছে।

নিউইয়র্ক সেন্ট্রাল পার্কে মাত্র ১ ঘণ্টায় ৮ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। সেখানকার সব রাস্তাঘাট তলিয়ে গিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালেও নিউইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাট অঙ্গরাজ্যে ১ লাখ পরিবার বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

শেয়ার করুন