আফগানিস্তানের সরকারি মেইল বন্ধ করলো গুগল

মত ও পথ ডেস্ক

গুগল
ফাইল ছবি

আফগানিস্তানের সব সরকারি মেইল বন্ধ করেছে গুগল। তালেবান যেন আশরাফ গনি সরকারের বিভিন্ন কর্মকর্তার ইমেইল থেকে গোপন তথ্য পেতে না পারে সেজন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সংস্থা সূত্রে খবর, সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করায় আপাতত ওই অ্যাকাউন্টগুলো বন্ধ থাকবে। খবর ইয়াহু নিউজের

universel cardiac hospital

সংস্থাটি শুক্রবার জানিয়েছে, আফগানিস্তানের পরিস্থিতির উপরে নজর রাখছে সংস্থা। আফগানিস্তানের গোপন নথি সুরক্ষার স্বার্থেই আপাতত অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়েছে।

রয়টার্সকে আফগান সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, কাবুল দখলের পরই তাদের দফতরের সমস্ত তথ্য চেয়ে পাঠায় তালেবান। অনেকের ইমেইল ঘেঁটে তথ্যও হাতিয়ে নিতে চেয়েছে তারা।

ওই কর্মকর্তা দাবি করেন, যদি তিনি ওই সমস্ত নথি জঙ্গিদের হাতে তুলে দিতেন, তবে গত সরকারের বহু গোপন তথ্য তালেবানের হাতে চলে যেত। এতে কেবল আফগানিস্তান নয়, অন্যান্য দেশেরও সুরক্ষা বিঘ্নিত হত।

তথ্য বলছে, আফগানিস্তান সরকারের প্রায় দু’ডজনেরও বেশি দপ্তরে ইমেইলের জন্য গুগলের সার্ভার ব্যবহার করা হয়। যার মধ্যে অন্যতম অর্থ, বাণিজ্য, উচ্চশিক্ষ ও খনিজ দফতর। এমনকী, আফগান রাষ্ট্রপতির কার্যালয়েও গুগলের সার্ভার ব্যবহার করা হয়।

শেয়ার করুন