আফগানিস্তানে সরকার গঠনে সহায়তা করা হবে: পাক সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া
পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। ছবি : এক্সপ্রেস ট্রিবিউন

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব শুক্রবার পাকিস্তান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে সাক্ষাৎ করে ‘পারস্পরিক স্বার্থের বিষয়, আঞ্চলিক নিরাপত্তা, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ব্যবস্থা’ নিয়ে আলোচনা করেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, একটি প্রেস বিজ্ঞপ্তিতে দেশটির ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) বলেছে, ‘উভয় পক্ষই প্রতিরক্ষা, প্রশিক্ষণ এবং সন্ত্রাস দমনের ক্ষেত্রে সহযোগিতার পথ অনুসন্ধান চালিয়ে যেতে সম্মত হয়েছে। ’

universel cardiac hospital

সেনাপ্রধান পুনরাবৃত্তি করে বলেন যে, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা করতে প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান। সেইসঙ্গে দেশটিতে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে সমর্থন করবে।

পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আফগানিস্তানে সরকার গঠনে সহায়তার পাশাপাশি সেখানে শান্তি ও স্থিতিশীলতা আনতে পাকিস্তান কাজ করবে বলে ডমিনিক রাবের সঙ্গে বৈঠকে জানান দেশটির সেনাপ্রধান।

পাকিস্তান সেনাপ্রধান সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্ককে ‘খুবই শক্তিশালী’ বলে উল্লেখ করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ‘এ সম্পর্ককে পরবর্তী ধাপে নেওয়ার ইচ্ছা রয়েছে যুক্তরাজ্যের। দুই দেশেরই আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে আগ্রহ আছে। তবে আমরা তালেবানকে তাদের কাজের মাধ্যমে মূল্যায়ন করব, মুখের কথায় নয়। ’

শেয়ার করুন