কিউইদের বিপক্ষে দ্বিতীয় সর্বনিম্ন রানের লজ্জা পেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ

চলমান সিরিজে কিউইদের সর্বনিম্ন রানে অল আউট হওয়ার লজ্জার রেকর্ড দিয়েছিল বাংলাদেশ। এক ম্যাচ ব্যবধানে এবার বাংলাদেশ পেল সেই লজ্জা! আজ মিরপুরে ৭৬ রানে অল আউট হয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট হবার রেকর্ড গড়ল টাইগাররা। এই সংস্করণে বাংলাদেশের সর্বনিম্ন রান কিউইদের বিপক্ষেই। ২০১৬ সালে তারা অলআউট হয়েছিল মাত্র ৭০ রানে। এরপর চলতি বছরের এপ্রিলে মাত্র ৯.৩ ওভারে ৭৬ রানে গুটিয়ে গেছিলেন টাইগাররা। আজ ফেরাল সেই রেকর্ড!

টাইগারদের লজ্জার দিনে ৫২ রানের জয়ে সিরিজে টিকে থাকল সফরকারী কিউইরা। পাঁচ ম্যাচের সিরিজের তিন ম্যাচ শেষে ২-১ এ ব্যবধান কমাল ব্লাক ক্যাপসরা। নির্ধারিত ওভার শেষ হবার আগেই টাইগাররা অল আউট হয় মাত্র ৭৬ রানে। কিউইদের হয়ে ৪ ওভারে ১৬ রান দিয়ে চারটি উইকেট নেন আজাজ প্যাটেল ও ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন কোল ম্যাকোনকি।

এদিন মিরপুরে টস জিতে ব্যাটিং নেন কিউই অধিনায়ক টম লাথাম। তিন পরিবর্তন আনা দলটিকে দুর্দান্ত শুরু এনে দেন সম্প্রতি করোনা মুক্ত হওয়া ফিন অ্যালেন (১৫)। তবে ‘বারুদ’ খ্যাত ফিন অ্যালেনকে বিপজ্জনক হওয়ার আগেই তুলে নেন মোস্তাফিজুর রহমান। শেষের দিকে ৬২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা দলকে অবিচ্ছিন্ন ৬৫ রানের জুটিতে ১২৮ রানের সংগ্রহ গড়েন হেনরি-ব্লান্ডলরা। টাইগারদের হয়ে দুটি উইকেট নেন পেসার সাইফউদ্দিন।

অবশ্য শুরুতে সিরিজ বাঁচানো ম্যাচে দারুণভাবে ছড়ি ঘোরাচ্ছিলেন কিউই ব্যাটাররা। আগ্রাসী ব্যাটিংয়ে শুরু করা কিউইরা পাওয়ার প্লেতে তুলে ফেলেছিলেন ৪১ রান। হারিয়েছিলেন মাত্র এক উইকেট। সেখানে জোড়া আঘাত হেনে টাইগারদের ম্যাচে ফেরান পেসার সাইফ উদ্দিন।

টাইগারদের বিপক্ষে স্টোকের ফুলিঝুড়ি ছোটানো উইল ইয়ং (২০) ফেরার পরই ফেরেন অভিজ্ঞ কলিন ডি গ্রান্ডহোম (০)। পরে ধীরে শুরু করা ওপেনার রাচিন রাবিন্দ্রকে বোল্ড করে ফেরান শততম ম্যাচ খেলা মাহমুদউল্লাহ।

গত ম্যাচে ফিফটিতে আশা জাগানো টম লাথামকে আজ ফেরান টাইগার অফ স্পিনার মেহেদি হাসান। কিউই অধিনায়ক এদিন ব্যাট হাতে করেছেন মাত্র ৫ রান। ৬২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা দলকে সেখান থেকে অবিচ্ছিন্ন জুটি গড়ে ১২৮ রানের সংগ্রহ গড়েন হেনরি-ব্লান্ডলরা। ৬৫ রানের জুটিতে ২৯ বলে ৩৬ রান নিয়ে নিকোলাস ও ৩০ বলে ৩০ রান নিয়ে অপরাজিত থাকেন টম ব্লান্ডল।

শেয়ার করুন