সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তেলবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। চট্টগ্রামের উদ্দেশ্যে দিনাজপুর থেকে ছেড়ে এসেছিল তেলবাহী ট্রেনটি।
সোমবার ভোররাত ৪ টার দিকে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেল-সড়কের উল্লাপাড়া উপজেলার মোহনপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, দিনাজপুর থেকে ছেড়ে আসা এনজি ডিসি ব্লক, ঢাকা নামের তেলবাহী ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এটি মোহনপুর স্টেশনের উল্লাপাড়া রাউডারে আউটার সিগন্যালের কাছে আসার পর ইঞ্জিন ফেল করে। চালক অনেক চেষ্টা করেও ইঞ্জিন চালু করতে পারেনি। এ কারণে ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে একটি লাইট ইঞ্জিন এসে তেলের ট্রেনটি উদ্ধার করার পরই রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন রফিকুল ইসলাম।