বিশ্বের অন্যতম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান টয়োটা টিসুশো করপোরেশনের একটি প্রতিনিধি দল আজ বুধবার জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছে। এসময় তারা জাপানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত জনাব শাহাবউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রতিনিধি দল বাংলাদেশে শক্তি অবকাঠামো, শিল্প স্থাপনা ও মেডিক্যাল সরঞ্জাম খাতসহ আরো অনেক খাতে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রতিনিধি দলকে ব্রিফ করেন বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর ড. আরিফুল হক। এসময় দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) জনাব শেখ ফরিদ ও কাউন্সেলর (লেবার) জনাব. জাকির হোসেন উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলকে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে দূতাবাস থেকে সব ধরনের সহায়তা দেয়ার আশ্বাস দেয়া হয়।