তালেবান সরকারের শপথ বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

তালেবানের নতুন সরকার
ছবি: সংগৃহীত

তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শনিবার তালেবান সরকারের শপথের যে খবর প্রকাশিত হয়েছে সেটিকে গুজব বলে উল্লেখ করেছেন তালেবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য ইনামুল্লাহ সামঙ্গানি।

তবে কবে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি সামাঙ্গানি। তিনি এক টুইটবার্তায় বলেন, ‘নতুন আফগান সরকারের সূচনা অনুষ্ঠান বাতিল করা হয়েছে। মানুষ যাতে বিভ্রান্ত না হন, সে জন্য ইসলামিক আমিরশাহির নেতৃত্ব মন্ত্রিসভার একাংশ ঘোষণা করেছে। যা ইতিমধ্যেই কাজ শুরু করেছে।’ খবর রুশ বার্তা সংস্থা তাসের।

universel cardiac hospital

১১ সেপ্টেম্বর তালেবান সরকারের শপথের যে খবর বেরিয়েছে সেটিকে গুজব বলে অভিহিত করেন তিনি। এর আগে বেশ কয়েকটি দেশকে সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় তালেবান। তবে রাশিয়া ওই অনুষ্ঠানে অংশ নেবে না বলে নিশ্চিত করেছে।

মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভার ঘোষণা করেছিল তালিবান। সেই ক্যাবিনেটের উল্লেখযোগ্য পদাধিকারীদের নাম ঘোষিত হয়েছে। শরিয়তি আইন মেনে সরকার চালানোর কথা জানিয়েছে আফগানিস্তানের দখল নেওয়া তালিবান।

শেয়ার করুন