ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৩১৯ জন। এরমধ্যে ঢাকায় ২৪৪ জন এবং ঢাকার বাইরে ৭৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তাছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫৪ জন। আর এই মাসে রোগী ভর্তি হয়েছেন ৩ হাজার ৫১৯ জন।
আজ রোববার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই আছেন এক হাজার ৭৯ জন, আর বাকি ১৮১ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ হাজার ৮৭৫ জন রোগী ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১২ হাজার ৬৫১ জন।