ভারতে ২৪ ঘণ্টায় ২৭ হাজার আক্রান্ত, ২১৯ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে করোনা শনাক্ত
ছবি : ইন্টারনেট

করোনা ভাইরাসে বিপর্যস্ত ভারতে আরও কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ২৫৪ জন, মৃত্যু হয়েছে ২১৯ জনের।

সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় এনডিটিভি।

universel cardiac hospital

এর আগে রোববার দেশটিতে আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৫৯১ জন। এ সময়ের মৃত্যু হয়েছে ৩৩৮ জনের।

শনিবার দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৩৭৬ জন। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৩০৮ জনের।

বেশ কয়েকদিন ধরে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমছে ভারতে। যদিও মাঝেমধ্যেই দৈনিক সংক্রমণ ও মৃত্যু বেড়ে যায়।

এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ ৪২ হাজার ৮৭৪ জনের। করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ৩২ লাখ ৬৪ হাজার মানুষ।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ বেড়েছে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরনের পেছনে ভূমিকা রেখেছে।

চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ২২ কোটি ৫৪ লাখ ৮২ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৬ লাখ ৪৪ হাজার ২২০ জনের।

শেয়ার করুন