নির্বাচন কমিশন পুনর্গঠন চায় বাম ঐক্য

নিজস্ব প্রতিবেদক

গণতান্ত্রিক বাম ঐক্য
সংগৃহীত ছবি

আইন করে নির্বাচন কমিশনকে (ইসি) স্বাধীন করাসহ সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে কমিশন পুনর্গঠন চায় গণতান্ত্রিক বাম ঐক্য। বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এই দাবি তোলেন সংগঠনটির নেতারা।

প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিবি) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান বলেন, আন্দোলনরত সবার মতামত নিয়ে স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে। কোনো সার্চ কমিটি দিয়ে নয়। যদি এবারও আগের মতো কমিশন গঠিত হয় তাহলে বৃহৎ আন্দোলনের ডাক দেব।

universel cardiac hospital

গণতান্ত্রিক বাম ঐক্যের সহকারী সমন্বয়ক ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামসুল আলম বলেন, নির্বাচন কমিশন স্বাধীন নয়। তাই স্বাধীন করতে হবে। নিরপেক্ষ কমিশন গঠনের আহ্বান জানান তিনি।

সভায় গণতান্ত্রিক বাম ঐক্যের বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন।

শেয়ার করুন