ব্রাহ্মণবাড়িয়ায় করোনা শনাক্তের হার ৫ শতাংশের নিচে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

করোনা শনাক্ত
করোনা শনাক্ত। সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা সংক্রমণ এখন নিয়ন্ত্রণে। গত দু’দিন ধরে সংক্রমণ হার পাঁচ শতাংশের নিচে। সরকারি হিসেব মতে, সংক্রমণ হার পাঁচ শতাংশের নিচে হলে সেটাকে নিয়ন্ত্রণ হিসেবে ধরা হয়। তবে টানা ১৫ দিন পর্যন্ত পাঁচ শতাংশের নিচে সংক্রমণ থাকলে করোনা নিয়ন্ত্রণ হয়েছে বলে ধরে নেয়া যাবে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার প্রাপ্ত সর্বশেষ ফলাফলে ৪৫ জনের রিপোর্টে মাত্র দু’জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪.৪৪ শতাংশ। সোমবার আসা ফলাফলে ৭৪ জনের মধ্যে তিন জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪.০৫ শতাংশ।

universel cardiac hospital

এক হিসেব থেকে দেখা যায়, সর্বশেষ লকডাউন উঠার পর থেকেই করোনার সংক্রমণ হার কমতে দেখা যায়। এর মধ্যে চলতি মাসে সংক্রমণ হার অনেক কম। চলতি মাসে মারা গেছেন পাঁচজন। ১২ সেপ্টেম্বর ৭.৬৪, ১১ সেপ্টেম্বর ১০.০৫, ১০ সেপ্টেম্বর ১৮.১৮, ৯ সেপ্টেম্বর ৬.৭২, ৮ সেপ্টেম্বর ৯.০০, ৭ সেপ্টেম্বর ১৯.১৫, ৬ সেপ্টেম্বর ৫.১৩, ৫ সেপ্টেম্বর ১৬.৩৩, ৪ সেপ্টেম্বর ১৩.৫৬, ৩ সেপ্টেম্বর ১৬.৬৭, ২ সেপ্টেম্বর ১১.৬২ ও ১ সেপ্টেম্বর ২১.২৩ হারে করোনা শনাক্ত হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘করোনা সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রিত। একটানা অন্তত ১৫ দিন পাঁচ শতাংশের নিচে সংক্রমণের হার নেমে এলে নিয়ন্ত্রণে এসেছে বলা যাবে।’

শেয়ার করুন