মার্চ-এপ্রিল নাগাদ ২৪ কোটি ডোজ ভ্যাকসিন আসবে

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

আগামী বছরের মার্চ-এপ্রিল মাস নাগাদ বিভিন্ন উৎস থেকে নানা ধরনের ২৪ কোটি ডোজ কোভিড ভ্যাকসিন পাওয়া যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই কথা জানান। এর আগে মন্ত্রী ইনক্লুসিভ বিজনেসের ওপর ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) আয়োজিত পঞ্চম আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন।

universel cardiac hospital

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ২৪ কোটি ডোজ ভ্যাকসিনের অধিকাংশই আসছে কোভ্যাক্স কাঠামোর আওতায়।

গত মাসে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালকের সঙ্গে তার বৈঠকের পর টিকা সংগ্রহের এই ব্যবস্থা করা হয়েছে জানিয়ে বলেন, আমরা ২৬ কোটি ডোজ টিকা চেয়েছি। তবে, তারা ২৪ কোটি টিকার অনুমোদন দিয়েছে। আমরা ২৪ কোটি ডোজ টিকা পেয়ে খুশি।

পরে তারা দুই কোটি ডোজ টিকা প্রদানের করবে চেষ্টা করবে বলে তিনি উল্লেখ করেন।

মোমেন বলেন, বাংলাদেশের ২৬ কোটি ডোজ ভ্যাকসিন প্রয়োজন। তাই কিছু ভ্যাকসিন দেশেই উৎপাদন করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের দুই কোটি ২২ লাখ লোক ইতিমধ্যে ভ্যাকসিন গ্রহণ করেছে।

এক প্রশ্নের জবাব মন্ত্রী বলেন, রাশিয়ার কোভিড-১৯ পরিস্থিতির কারণে দেশটির সঙ্গে ভ্যাকসিনের ব্যাপারে সহযোগিতার ক্ষেত্রে নতুন কোনো অগ্রগতি হয়নি।

শেয়ার করুন