এনজিওগুলোর হাতে পারিবারিক বিরোধ নিষ্পত্তির ক্ষমতা থাকল

নিজস্ব প্রতিবেদক

হাইকোর্ট
ফাইল ছবি

পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্য বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে এনজিওগুলোর হাতে পারিবারিক বিরোধ নিষ্পত্তির ক্ষমতা থাকল।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

universel cardiac hospital

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও অ্যাডভোকেট টাইটাস হিল্লোল রেমা।

অ্যাডভোকেট খুরশিদ আলম খান বলেন, জাতীয় মহিলা আইনজীবী সমিতিসহ এনজিওগুলো পারিবারিক বিরোধ মীমাংসার জন্য সালিশের যে নোটিশ দেয় সেটা চ্যালেঞ্জ করেছি এবং তারা এ ধরনের সালিশ কোন আইনে করে তাদের এখতিয়ারকে চ্যালেঞ্জ করেছি।

রাজধানীর প্রতিষ্ঠিত ব্যবসায়ী মোহাম্মদ নুরুল আকরামের পক্ষে অ্যাডভোকেট টাইটাস হিল্লোল রেমা এ রিট দায়ের করেছেন।

খুরশিদ আলম খান জানান, গত ২২ আগস্ট বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি থেকে মোহাম্মদ নুরুল আকরামকে তাদের পারিবারিক বিরোধ নিষ্পত্তির নোটিশ দেওয়া হয়। তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে বিষয়টি মীমাংসার জন্য মহিলা সমিতির অফিসে ডাকা হয়। আমাদের কথা হলো, তাকে কোন আইনে ডাকা হলো। নোটিশ চ্যালেঞ্জ করে বলেছি, যে বিষয়ে আপনারা ডেকেছেন, সে বিষয়ে আপনাদের ক্ষমতা কতটুকু। আমরা আইনে তাদের নোটিশ দেওয়ার ক্ষমতা দেখতে পাচ্ছি না।

রিটে আইন সচিব, এনজিও ব্যুরোসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

শেয়ার করুন