ময়মননিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহের ভালুকার শাহাদত হোসাইন (২৮), নেত্রকোনা সদরের রবি চন্দ্র (৬৫), আরোজ আলি (৮০), গাজীপুরের শ্রীপুরের রুবাইয়া (২৯) এবং টাঙ্গাইল ঘাটাইলের আব্দুল খালেক (৬০)। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহের হালুয়াঘাটের মোনালিসা (২৫) নামে এক তরুণী।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে আটজনসহ করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন মোট ৯২ জন। নতুন ভর্তি হয়েছেন ১০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩২৩টি নমুনা পরীক্ষা করে ২৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।