দিলীপ ঘোষকে সরিয়ে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত

ডেস্ক রিপোর্ট

দিলীপ-সুকান্ত

কেন্দ্রে ক্ষমতায় থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতির পদে পরিবর্তন এনেছে। দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা দিলীপ ঘোষকে সরিয়ে নতুন সভাপতি করা হয়েছে সুকান্ত মজুমদারকে।

নতুন সভাপতি সুকান্ত মজুমদার বালুরঘাট কেন্দ্র থেকে বিজেপির সাংসদ।

সোমবার রাজ্য বিজেপির এই সাংগঠনিক পরিবর্তনের কথা ঘোষণা করেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। খবর আনন্দবাজারের।

রাজ্য সভাপতি হিসেবে দিলীপের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের জানুয়ারিতে। তার জায়গায় ওই পদে কে আসবেন তা নিয়ে দলের মধ্যেও আলাপ আলোচনা চলছিল। তবে ওই সময়সীমার এতটা আগেই তাকে সরিয়ে দেওয়া হবে সেটা কেউ আঁচ করতে পারেনি।

চলতি বছর পশ্চিমবঙ্গ বিধান সভা নির্বাচনে সর্বশক্তি প্রয়োগ করেও আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। এরপর থেকে দলীয় কোন্দলের বিষয়টি সামনে আসতে থাকে। সবশেষ গত পরশু সাবেক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও সাংসদ বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকা তৃণমূলে যোগ দেন।

দিলীপ ঘোষের সঙ্গে বাবুল সুপ্রিয়সহ দলের কেন্দ্রীয় অনেক নেতার বিরোধ নানা সময় প্রকাশ্যে এসেছে। ধারণা করা হচ্ছে, এর জেরেই দিলীপকে সরিয়ে দিল কেন্দ্রীয় শাসক দল।

শেয়ার করুন