জাতিসংঘ অধিবেশনে গিয়ে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুয়েরোগা

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুয়েরোগা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেয়ার পর করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে সংস্থাটির সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়েছে। এদিন প্রথম বিশ্বনেতা হিসেবে বক্তব্য রাখেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।

আজ মঙ্গলবার ব্রাজিল সরকার বলেছে, ইতোমধ্যে করোনার ভ্যাকসিন নেয়া কুয়েরোগা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিউইয়র্কে আসার পর ব্রাজিলের প্রতিনিধি দলের দ্বিতীয় ব্যক্তি হিসেবে করোনায় আক্রান্ত হয়েছেন কুয়েরোগা।

কুয়েরোগা বিভিন্ন ইভেন্টে তার দেশের প্রেসিডেন্ট বোলসোনারোর সঙ্গে অংশ নিয়েছেন। এর মধ্যে গত সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠক করেন বোলসোনারো। তখন উপস্থিত ছিলেন কুয়েরোগা।

ব্রাজিল সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্রতিনিধি দলের অন্য সদস্যদেরও করোনা পরীক্ষা করানো হয়েছে। তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। কুয়েরোগার শারীরিক অবস্থা ভালো।’

করোনা মোকাবেলায় সারাবিশ্ব যখন টিকার উপর ব্যাপকভাবে নির্ভর করছে সেই সময় টিকা না নিয়ে এমন বৈশ্বিক একটি ইভেন্টে হাজির হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। সম্প্রতি জাইর বোলসোনারো ঘোষণা করেছিলেন যে, ‘আমার করোনার টিকা নেয়ার প্রয়োজন নেই। ইতোমধ্যে আমার শরীরে কোভিড-১৯ ইমিউনিটি তৈরি হয়েছে।’

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন