ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক

ইকুয়েডরে কারাগারে দাঙ্গা
সংগৃহীত ছবি

ইকুয়েডরের একটি কারাগারে দাঙ্গায় অন্তত ২৪ বন্দি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৮ জন। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সরকার।

চলতি বছরে এটি তৃতীয়বারের মত রক্তক্ষয়ী দাঙ্গা। দেশটির গুয়াস প্রদেশের একটি কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে সম্প্রতি গ্যাংগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেড়েছে।

universel cardiac hospital

রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, কারাগারটিতে বন্দুকযুদ্ধ ও বিস্ফোরণের কারণে সতর্কতা জারি করা হয়েছে। কারাগারে দাঙ্গায় গত ফেব্রুয়ারিতে ৭৯ এবং জুলাইয়ে ২২ জন মারা যান।

বিবৃতিতে বলা হয়, দাঙ্গার ঘটনা শুরু হলে পুলিশ ও সামরিক বাহিনী অভিযান শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টা অভিযানের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মানবাধিকার সংস্থা আইএসিএইচআর কারাগারের সহিংসতার নিন্দা জানিয়ে ঘটনার তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন