নিম্নমুখী সূচকে লেনদেনে ধীরগতি

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বাজার
ফাইল ছবি

সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৫ অক্টোবর) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। ব্যাংক-বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানসহ প্রায় সব কোম্পানির শেয়ারের দাম কমায় কমেছে সূচক। পাশাপাশি লেনদেনের ধীরগতি দেখা গেছে।

বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় (সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে কমেছে ৩৩ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক কমেছে ৩৬ পয়েন্ট।

universel cardiac hospital

ডিএসইর তথ্যমতে, প্রথম ঘণ্টায় লেনদেন হওয়া ৩৭১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ২০৬টির আর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ারের দাম। আগের কার্যদিবসে একই সময়ে দাম বেড়েছিল ১১৫টি প্রতিষ্ঠানের।

এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ৪২ পয়েন্ট কমে ৭ হাজার ২৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক কমেছে ৯ দশমিক ২৪ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১৭ দশমিক ৫৬ পয়েন্ট কমেছে। তাতে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৮৭ কোটি ৭৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার। এর আগের দিন একই সময়ে লেনদেন হয়েছিল ৭০০ কোটি টাকার বেশি।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩৬ পয়েন্ট কমে ২১ হাজার ৩০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময় লেনদেন হয়েছে ১৬ কোটি ৪৮ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার।

সিএসইতে লেনদেন হওয়া ২০১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩১টির, কমেছে ১৩৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের দাম।

শেয়ার করুন