বিশ্বে করোনায় আরও ৮ হাজার মৃত্যু, শনাক্ত সাড়ে ৪ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

ডেল্টা ভ্যারিয়েন্ট
করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। সংগৃহীত ছবি

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত বেড়েছে। এরমধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে করোনা রোগী শনাক্ত। এসময় শনাক্ত হয়েছেন ৪ লাখ ৫০ হাজার ৫১৭ জন। আর ৮ হাজার ১৭৫ জন মারা গেছেন।

এর আগের দিন বুধবার (৬ অক্টোবর) করোনা শনাক্ত হয়েছিল ৪ লাখ ৮ হাজার ৮১৬ জনে। আর এ ভাইরাসে মারা গিয়েছিলেন ৭ হাজার ৪৫৬ জন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা যায়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে ৪৮ লাখ ৩৯ হাজার ৪২০ জনের মৃত্যু হয়েছে। আর মোট শনাক্ত হয়েছে ২৩ কোটি ৭০ লাখ ৪৯ হাজার ৬ জন। এর মধ্যে ২১ কোটি ৪১ লাখ ৮৮ হাজার ৮২২১ জন সুস্থ হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬ হাজার ৪৫৫ জন। আর মারা গেছেন ২ হাজার ৯৩ জন। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৪৯ লাখ ১৩ হাজার ৯৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ২৭ হাজার ২৭৪ জন মারা গেছেন।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২২ হাজার ৬১৭ জনের। আর মারা গেছেন ৩১৫ জন। ভারতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন তিন কোটি ৩৮ লাখ ৯৩ হাজার ২ জন। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ৪৯ হাজার ৮৮৩ জন।

শেয়ার করুন